রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ডুয়েট শিক্ষার্থীকে মারধর, রাজপথে সহপাঠীরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—ডুয়েটের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে প্রায় এক ঘণ্টা ডুয়েটের সামনে ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। ডুয়েট শাখা ছাত্রলীগ সভাপতি নাসির  উদ্দিন শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, গতকাল সকালে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চের কাছে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে সাদা পোশাকের এক পুলিশের সঙ্গে ডুয়েটের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কোরবান আলী বাদলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য বাদলকে মারধর করেন। পরে বাদল ক্যাম্পাসে গিয়ে ঘটনাটি তার সহপাঠীদের জানান। এ খবর ক্যাপাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ওই পুলিশ সদস্যের বিচার দাবিতে দুপুর দেড়টার দিকে বিক্ষোভসহকারে ডুয়েটের সামনে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শিক্ষার্থীরা অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জানাতে পারেননি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর