রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পপুলারের টয়লেটে নারীর ভিডিও ধারণ

যুবক গ্রেফতার, রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে গোপনে এক নারী রোগীর ভিডিও ধারণের অভিযোগে হাসিবুর রহমান সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অপারেটর হিসেবে কর্মরত। গতকাল সকালে এ ঘটনার পর ওই নারীর অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগীর স্বজন ও ধানমন্ডি থানা পুলিশ সূত্র জানায়, সকালে ওই নারী তার মা ও ছোট বোনকে নিয়ে নিকুঞ্জ এলাকা থেকে ধানমন্ডি-২ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসেন। সেখানে চিকিৎসক তাকে টেস্ট করানোর কথা বলেন। টেস্টের নমুনা সংগ্রহের জন্য ওই নারী টয়লেটে যান। এ সময় সুমন মোবাইল ফোন দিয়ে গোপনে ওই নারীর ভিডিও ধারণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে নারী চিৎকার শুরু করেন। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে সুমনকে ধরে পুলিশে দেয়। পুলিশের রমনা বিভাগের এডিসি আশরাফুল ইসলাম বলেন, ঘটনার পর ভুক্তভোগী থানায় এসে সুমনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে সুমনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন গোপনে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেছে এবং তার কাছ থেকে জব্দকৃত মোবাইলেও ভিডিওটি পাওয়া গেছে। সুমনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে।

সর্বশেষ খবর