রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাবাকে ‘আঙ্কেল’ ডাকছে খাদিজা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের ধারালো চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার তিন সপ্তাহ পর আবারও অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার মাথার ডান পাশে ও বাম হাতে এই অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা। আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হলেও বারবার পরিবারের সদস্যদের ভুলে যাচ্ছেন খাদিজা। ডাকলে চোখ মেলে তাকায়। আবার কখনো কখনো কাঁদে। আবার যখন ভুলে যায় তখন বাবাকে ‘আঙ্কেল’ আর মাকে ‘আন্টি’ বলে ডাকছে। গতকাল দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ তথ্য জানিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া। তিনি বলেন, মাঝে মাঝে সবাইকে চিনতে পারছে— আমাকে বাবা ডাকছে। আবার মাঝে মাঝে কাউকে চিনতে পারছে না। একা একা কী সব বলে, সেগুলো বোঝাও যায় না। সকালেও ওর মাকে আন্টি বলে ডেকেছে। বুঝতে পারছি না মেয়ের অবস্থা কোন দিকে যাচ্ছে। তা আল্লাহই ভালো জানেন। বুধবার রাত ১১টার দিকে খাদিজাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের ১১২৬ নম্বর কেবিনে নিয়ে আসা হয়েছে। মাসুক মিয়া বলেন, খাদিজার অবস্থা আগের চেয়ে ভালো। তাকে প্রতিদিন কিছু সময়ের জন্য হুইল চেয়ারে বসিয়ে ঘোরানো হচ্ছে। আজ (শনিবার) সকালে তাকে রুটি, জেলি, ডিম আর দুধ খাওয়ানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন সপ্তাহ পর তার মাথার ডান পাশে ও বাম হাতে অস্ত্রোপচার করা হতে পারে। তিনি আরও জানান, খাদিজাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর কথা বলা হলে স্কয়ারের চিকিৎসকরা প্রয়োজন নেই বলে জানিয়েছেন। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ চত্বরে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর