রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সাফারি পার্কে জন্ম ক্যাঙ্গারু শাবকের

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

সাফারি পার্কে জন্ম ক্যাঙ্গারু শাবকের

সাগর দেশ অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারুর শাবক জন্ম নিয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। পার্ক-সংশ্লিষ্টরা জানিয়েছেন, বহু প্রতীক্ষার পর এক ক্যাঙ্গারু দম্পতি একটি ফুটফুটে শাবক জন্ম দিয়েছে। এ শাবক দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। সূত্র জানায়, উপযুক্ত পরিবেশ পেয়ে ক্যাঙ্গারু দম্পতি এ দেশে এই প্রথম শাবক জন্ম দিয়েছে। এতে পার্কে কর্মরত সবাই দারুণ খুশি। পর্যটকদের জন্য এ শাবক নতুন আকর্ষণ তৈরি করল। সূত্র আরও জানিয়েছে, ক্যাঙ্গারুছানাটি সারাক্ষণই বেষ্টনীর ভিতরে ছোটাছুটি করছে। কখনো মায়ের পেটের নিচের থলির ভিতর স্থির থাকছে, আবার কখনো মা-বাবার সঙ্গে থাকছে খুনসুটিতে মত্ত। সংশ্লিষ্টরা জানান, ২০১৪ সালে ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে সুদূর আফ্রিকা থেকে কিনে আনা হয় অনেক ক্যাঙ্গারু। পরে এদের বিচরণের জন্য বেষ্টনীর ভিতর ছেড়ে দেওয়া হয়। প্রায় দুই বছর পর এবার বেষ্টনী আলোকিত করে ক্যাঙ্গারু শাবক এলো। পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান জানান, মারসুপিয়াল গোত্রের এক প্রকারের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী ক্যাঙ্গারু। এ প্রাণী কেবল অস্ট্রেলিয়া, নিউগিনি, তাসমানিয়ার আশপাশের দ্বীপাঞ্চলগুলোয় বেশি পাওয়া যায়। ক্যাঙ্গারুর আদিনিবাস অস্ট্রেলিয়া হলেও পার্কে আনা হয় সুদূর আফ্রিকা থেকে। তিনি বলেন, ‘আমাদের দেশে ভিন্ন পরিবেশ হলেও পার্কে উপযুক্ত পরিবেশ পেয়ে রেড (হলদে লাল) পুরুষ আর ধূসর বর্ণের নারী দম্পতি প্রায় দুই বছর পর একটি ধূসর বর্ণের মেয়ে শাবকের জন্ম দিয়েছে।’ তিনি আরও জানান, ক্যাঙ্গারু ৩৩ দিন গর্ভকাল পার করে। বাচ্চা ২৩৫ দিন মায়ের দুধ পান করে। আর এক বছর পর পরিবার থেকে আলাদা হয়ে যায়। এরা ন্যাচারে (প্রাকৃতিক পরিবেশে) ১২ থেকে ১৬ বছর বেঁচে থাকে। তবে সাফারি বাউন্ডে (আবদ্ধ জোন) ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হলদে লাল ও ধূসর বর্ণের ক্যাঙ্গারু আকারে বড় হয়। বড় ক্যাঙ্গারুগুলো ম্যাক্রোপোডিড পরিবারের অন্তর্ভুক্ত। সহকারী বন সংরক্ষক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সাহাবুদ্দিন জানান, পার্কে পর্যটনের এ মৌসুমে ক্যাঙ্গারু শাবক দর্শনার্থীদের অন্যরকম আনন্দ দেবে। বিরল ঘটনা হলো, এ দেশে ক্যাঙ্গারুর বাচ্চা দেওয়ার ঘটনা এটাই প্রথম।

সর্বশেষ খবর