সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাল শুরু হচ্ছে আয়কর মেলা

রিটার্ন দাখিলের সব সুবিধা একসঙ্গে

রুহুল আমিন রাসেল

এবার ব্যক্তি-শ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সব সুবিধা একসঙ্গে নিশ্চিত করছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। এখন থেকে ঘরে বসে অনলাইনে চলতি ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ করা যাবে। কত টাকা আয়কর দিতে হবে, তারও হিসাব করবে ট্যাক্স ক্যালকুলেটর। এমন ওয়ানস্টপ (একসঙ্গে সব সুবিধা) সেবা নিয়ে আগামীকাল সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনসহ দেশের সব বিভাগীয় শহরে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়কর মেলা-২০১৬।

 মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে সারা দেশের সব জেলায় ৪ দিন ও উপজেলা শহরে দুই দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করতে যাচ্ছে কর বিভাগ। তথ্য এনবিআরের। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার আয়কর মেলায় করদাতাদের সব সুবিধা সহজভাবে দিতে এনবিআর কাজ করছে। আশা করছি, করাদাতারা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন। তথ্যমতে, এবারের আয়কর মেলায় অন্যবারের চেয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে কর বিভাগের অটোমেশনকে সর্বপ্রথম অগ্রাধিকারে রাখা হয়েছে। বিগত ১/১১ সরকারের আমলে চালু হওয়া জাতীয় আয়কর দিবস এতদিন ১৫ সেপ্টেম্বর পালিত হলেও চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করবে সরকার। এমনকি ৩০ নভেম্বরের পরে আয়কর রিটার্ন জমা নেওয়া হবে না। তবে ৩০ নভেম্বর যদি সরকারি ছুটি থাকে, তাহলে পরবর্তী খোলার দিনই হবে জাতীয় আয়কর দিবস। এ দিন কোনো করদাতা রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তাকে গুনতে হবে জরিমানা। এ ক্ষেত্রে সরকারের নির্বাহী আদেশে অতীতের মতো আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়াতে পারবে না রাষ্ট্রের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান এনবিআর। জানা গেছে, করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিলের পাশাপাশি আয়কর পরিশোধের সুযোগ পাবেন। ফলে দেশের কোনো করদাতাকে আর যেতে হবে না আয়কর অফিসে। সেখানে গিয়ে খুঁজতে হবে না ফাইল। এ ছাড়া ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে যে কেউ অনলাইনে কর প্রদান করতে পারবেন। পাশাপাশি যেকোনো করদাতা প্রচলিত পদ্ধতিতেও কর অফিসের সব সেবা পাবেন। জানা গেছে, এবার করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন ফরম অনেকটা সহজ করেছে এনবিআর। আগে একজন করদাতা যেখানে রিটার্ন জমা দিতে কমপক্ষে আট পৃষ্ঠার ফরম পূরণ করতেন, এখন সেখানে তিন পৃষ্ঠায় সব তথ্য নিয়ে জমা নেওয়া হচ্ছে। চলতি করবর্ষে পুরনো এবং নতুন উভয় ফরম জমা নেওয়া হলেও আগামী করবর্ষে পুরনো ফরমে রিটার্ন জমা নেওয়া হবে না। এনবিআর জানায়, দেশে নয়টি খাতের আয় ব্যক্তি-শ্রেণির করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত। খাতগুলো হচ্ছে—বেতনাদি, নিরাপত্তা জামানতের ওপর সুদ, গৃহসম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, ফার্মের আয়ের অংশ, স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় (প্রযোজ্য ক্ষেত্রে), মূলধনী মুনাফা ও অন্যান্য উৎস থেকে আয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর