সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় জনতার মুখোমুখি এমপি

কুষ্টিয়া প্রতিনিধি

‘বাড়িতে আজ তিন দিন ধইরে কারেন্ট নাই। তাঁত চালাতে পারছিনে। এমন হলি তো ছাওয়াল-মাইয়ে নিয়ে পথে বসা লাগবিনে। এমপি সাহেব, আপনি কিছু করেন।’ এ আকুতি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি মোল্লাপাড়া গ্রামের তাঁতি কিরণ শেখের। শনিবার রাতে ‘জনতার মুখোমুখি এমপি’ অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুর রউফের কাছে এলাকার সাধারণ মানুষ এভাবেই তাদের অভিযোগ, দুঃখ-কষ্ট, অসুবিধা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

এমপি আবদুর রউফ দর্শকসারিতে বসে এলাকার মানুষের কথা শোনেন। সদকি ইউনিয়নের বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউপির চেয়ারম্যান আবদুল মজিদ। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দেওয়া হয়, যারা বক্তব্য রাখবেন তাদের মঞ্চে আসন গ্রহণ করতে হবে। সে অনুযায়ী সদকি ইউনিয়নের বিভিন্ন এলাকার ১২ জন মঞ্চে রাখা আসনে বসেন। পরে তারা একে একে নিজেদের এলাকার নানা সমস্যা ও বঞ্চনার কথা নিজেদের বক্তব্যে তুলে ধরেন। তবে বক্তাদের বেশির ভাগই এলাকার রাস্তা ও বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় এমপি আবদুর রউফ দর্শকসারিতে বসে এলাকার মানুষের কথা শোনেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। এ সময় সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে এমপি আবদুর রউফ একে একে জনতার বক্তব্যের জবাব দেন। তিনি বেশ কয়েকটি সমস্যা অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তারাও এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎসহ সব সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। উল্লেখ্য, এর আগে এমপি আবদুর রউফ তার নির্বাচনী এলাকায় এ ধরনের একাধিক অনুষ্ঠান আয়োজন করে এলাকাবাসীর মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এমপির এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এমপি আবদুুর রউফ জানান, নিজের জবাবদিহি নিশ্চিত করতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

সর্বশেষ খবর