সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
উদ্ভাবন

বগুড়ার রোবট আঁকবে ছবি, কাটবে পোশাক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার রোবট আঁকবে ছবি, কাটবে পোশাক

বগুড়ার বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবট ছবি এঁকে পোশাকের ডিজাইন তৈরি করবে এবং ডিজাইন অনুযায়ী পোশাক তৈরিতে কাপড়ও কাটবে।  গতকাল বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে অবস্থিত বিআইআইটি ক্যাম্পাসে উদ্বোধন করা স্কিলস কম্পিটিশন ২০১৬-এর ইনস্টিটিউট পর্যায়ের প্রতিযোগিতায় ‘রোবটিক আর্ট ডিজাইনার’ নামের এই রোবটটির প্রদর্শনী করা হয়েছে। রোবটটি দেখতে ভিড় জমে যায়। বগুড়ার বেসরকারি পলিটেকনিকের (বিআইআইটি) শিক্ষার্থী তামিরুল ইসলাম ‘রোবটিক আর্ট ডিজাইনার’ রোবট সম্পর্কে দর্শকদের বোঝানোর দায়িত্ব পালন করেন। তিনি জানান, ডিভিডি রাইটার, সার্ভো মোটর, মাইক্রো কন্ট্রোলার আইসি এবং অন্যান্য যন্ত্রাংশ দিয়ে রোবটটি তৈরি করা হয়েছে। এই রোবট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করবে। এটি পোশাকশিল্পে ডিজাইন অনুযায়ী কাপড় কাটতে, অথবা ডিজাইন করতে ব্যবহার করা যাবে। এ ছাড়াও কল-কারখানার কোনো পণ্যের খোদাই কাজও করানো যাবে। তিনি জানান, বিশেষ একটি সফটওয়্যার দিয়ে কাজগুলো করা হবে। প্রদর্শনী সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতর ও এসটিইপি প্রকল্পের আওতায় পলিটেকনিক শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর দেশের সরকারি, বেসরকারি পলিটেকনিকসমূহে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)-এর আওতায় শিক্ষার্থীদের নিজস্বভাবে তৈরিকৃত উদ্ভাবনগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আঞ্চলিক এবং পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন ও মেধাবী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বগুড়ায় ১৭টি পলিটেকনিক থাকলেও প্রতিযোগিতার আয়োজন করা হয় ৮টিতে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ভিন্ন কিছু উদ্ভাবন করলেও বিআইআইটির শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক আর্ট ডিজাইনার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। উদ্ভাবনটি দেখার জন্য শিক্ষার্থীরা ভিড় জমান। ইনস্টিটিউট পর্যায়ের প্রতিযোগিতায় এই রোবটিক আর্ট ডিজাইনারটিই প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় এ বিজয়ীদের নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর