বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভারতীয় অস্ত্র ব্যবসায়ী ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় অস্ত্র ব্যবসায়ী ঢাকায় গ্রেফতার

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা অবৈধ অস্ত্র —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর গাবতলী থেকে অস্ত্র-গুলিসহ এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ভারতের নাগরিকের নাম খায়রুল ইসলাম মণ্ডল ওরফে শরিফুল। সোমবার দিবাগত রাতে দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি বিদেশি পিস্তল, চারটি বিদেশি ওয়ান শুটার, ১২টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন। তিনি আরও জানান, শরিফুল দীর্ঘদিন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন। বাংলাদেশ ও ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগসাজশে ভারত থেকে অবৈধভাবে অস্ত্র নিয়ে আসেন। এসব অস্ত্র ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় ব্যবসায়ীরা বিহার থেকে বালুর ট্রাকে করে অবৈধ অস্ত্র পশ্চিম বঙ্গের আস্তানায় নিয়ে আসে। তারপর সুযোগ বুঝে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্তে অস্ত্রের চালান পাঠিয়ে দেয়। বাংলাদেশি ক্রেতাদের চাহিদা মোতাবেক তারা অস্ত্র বিক্রি করে। ওই অবৈধ অস্ত্রগুলো বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার হয়। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর