বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিপক্ষের কোপে একই পরিবারের ৯ জন আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলায় এক ব্যবসায়ী পরিবারের দুই কলেজ ছাত্রী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী এবং নারীসহ ৯ জন আহত হয়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৩১ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কলেজ ছাত্রী লিজা আক্তার (১৬), সোনিয়া (১৯), জেএসসি পরীক্ষার্থী তানিয়া (১৫), শিল্পী আক্তার (৩৫), রত্না (৪৫), আব্দুর রশীদ (৪০), সিরাজুল হক (৬০), রাসেল (৬০) ও রাশেদ মিয়া (৫০)। আহত সিরাজুল ইসলাম জানান, একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বুলবুল ও তার পরিবারের লোকদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা বিভিন্ন সময় তাদের জমি দখলের চেষ্টা করে। বাধা দিলেই আক্রমণ করে। ঘটনার সময় তার জমিতে দখলের উদ্দেশে গাছপালা রোপণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় বুলবুল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম এবং তাদের সহযোগীরা দা, লাঠি, চাপাতি নিয়ে তাদের ওপর হামলা করে। পরে তার পোল্ট্রি খামারে ঢুকে  এলোপাতাড়ি পিটিয়ে বেশ কয়েকটি মুরগি মেরে ফেলে এবং বাঁশঝাড় থেকে কমপক্ষে অর্ধশত বাঁশ কেটে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে বাড়ির নারীসহ ১০ জনকে আহত করে। আহত সিরাজুল ইসলামের ডান হাত ভেঙে গেছে। অন্যরা রক্তাক্ত জখমের শিকার হয়েছেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতরা গুরুতর অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় গতকাল বিকালে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু হবে। গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর