বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
অর্থ আত্মসাতের অভিযোগ

হলমার্কের জেসমিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হলমার্কের জেসমিন  গ্রেফতার

অর্থ আত্মসাতের মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন বাদী হয়ে এ  মামলা করেন। ওই মামলায় গতকাল বিকাল ৩টায় হলমার্কের চেয়ারম্যান  জেসমিন ইসলামকে রাজধানীর বংশাল এলাকা থেকে  গ্রেফতার করা হয়। দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। এর আগে গতকাল সকালে গোলাম কিবরিয়াকে গাজীপুর সিটি করপোরেশনের সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৯৯৯টি ভুয়া ভাউচার ও ভুয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ৪৯ লাখ এক হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

সর্বশেষ খবর