রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিএমএ নির্বাচন বর্জনের ঘোষণা ড্যাবের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন—বিএমএ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বর্জনের এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন কমিশনের মতোই বিএমএ নির্বাচন কমিশনও একতরফা নির্বাচনের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বিএমএ নির্বাচন-২০১৬ কার্যক্রম বর্জন করছি। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ চিকিৎসকদের নিয়ে আগামীতে এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।’ সংবাদ সম্মেলনে কেন বর্জন করা হচ্ছে, তা ব্যাখ্যা করে বলা হয়, বিএমএ নির্বাচন-২০১৬ কার্যক্রমে গঠিত নির্বাচন কমিশন বিএমএ’র নিয়ম-নীতি ভঙ্গ করে করা হয়েছে। তারা তফসিল ঘোষণার আগে অংশগ্রহণকারী চিকিৎসক সংগঠনগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেনি। অধ্যাপক জাহিদ বলেন, ‘বিতর্কিত ব্যক্তিদের দ্বারা অসামঞ্জস্য তফসিল ঘোষণা, সদস্য ফরম থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণসহ সর্বপ্রকার অনিয়মের বিরুদ্ধে আমরা ৩ নভেম্বর বিএমএ সভাপতি ও মহাসচিব বরাবর চিঠি দিয়েছি। কিন্তু আগের মতোই বিএমএ আমাদের পত্রের কোনো জবাব দেয়নি; যা সম্পূর্ণ অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী আচরণ ও বিএমএ’র ঐতিহ্যের বিরোধী। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন ও পুনর্তফসিলের আবেদন জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। এ অবস্থায় বর্জনের এ সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বশেষ খবর