রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিক্রুটিং এজেন্সিতে কর্মচারীর লাশ

হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে খোকন রিক্রুটিং এজেন্সির কার্যালয় থেকে মোহাম্মদ মকবুল (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। মকবুলের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। গতকাল সকালে গুলশান-১ এর ১৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রিক্রুটিং এজেন্সির এক তরুণী ও পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গুলশান থানার এসআই নুরুল ইসলাম জানান, মকবুল এক মাস ধরে ওই অফিসে অবস্থান করছিলেন। তিনি ওই এজেন্সির হয়ে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। শুক্রবার রাতের খাবার খেয়ে অফিসেই ঘুমিয়েছিলেন। সকালে কর্মচারীরা এসে দেখেন তিনি ঘুম থেকে উঠছেন না। এরপর তারা ভিতরে ঢুকে দেখেন মকবুলের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পুলিশকে খবর দিলে মকবুলের লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়। মকবুলের ছেলে সাইদুল ইসলাম নবীন জানান, তার বাবা রিক্রুটিং এজেন্সির মালিক খোকনের কাছে প্রায় ২০ লাখ টাকা পেত। চার বছর ধরে তার কাছ থেকে মাত্র দুই লাখ টাকা আদায় করা সম্ভব হয়। আরও ১৮ লাখ টাকা আদায়ের জন্য এক মাস ধরে ওই অফিসেই অবস্থান করছিলেন তিনি। আমাদের ধারণা— পাওনা টাকা পরিশোধ না করতেই খোকন তাকে মেরে ফেলেছে। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন হূদরোগে ভুগছিলেন। তার রক্তনালিতে তিনটি রিং পরানো ছিল। হয়তো ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় অপমৃত্যু মামলা করে লাশ মর্গে পাঠিয়েছি।

সর্বশেষ খবর