শিরোনাম
সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভোটের দাবি এখন সবার

——— কাজী আকরাম উদ্দিন

ভোটের দাবি এখন সবার

দেশের সাধারণ ব্যবসায়ীদের প্রাণের দাবি মেনে নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশিত সংস্কার চান এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বাণিজ্য সংগঠন সংস্কারে সরকার গঠিত কমিটির অন্যতম সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেন, সাধারণ ব্যবসায়ীরা চান সভাপতিসহ সব পদে সরাসরি ভোট দিতে। তাদের সেই প্রত্যাশার প্রতিফলন সংস্কারে থাকবে। তাই সংস্কারের জন্য সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তই আমাদের নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সরকার সমর্থিত এই ব্যবসায়ী নেতা বলেন, নামমাত্র সংস্কার করলে চলবে না। আগের চেয়ে ভালো সংস্কার হতে হবে। আগের সংস্কারের দায়িত্ব সেই সময়কার সরকারের ছিল। এখনকার সংস্কারের দায়িত্ব হবে আমাদের। আমরা সেভাবে সবার সঙ্গে বসে, মিলেমিশে একমত হয়েই সংস্কার করার চেষ্টা করছি। সুতরাং আমাদের সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এবং সব ধরনের ব্যবসায়িক খাতের সঙ্গে আলাদা আলাদা বসতে হবে। এর পরেই সিদ্ধান্ত। এ নিয়ে কেবল রুমে বসে আলাপ করলে হবে না। সবার সঙ্গে আলাপ করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে হবে। দেশের সব সাধারণ ব্যবসায়ী সংগঠনের নেতারা এফবিসিসিআইতে সরাসরি ভোট চান উল্লেখ করে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমি সভাপতি থাকাকালে সভাপতি ও সহ-সভাপতিসহ সব পরিচালক পদে সরাসরি নির্বাচনের দাবি ছিল। ওই দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সংস্কার কমিটি গঠন করে দিয়েছে। এ কমিটির দেওয়া প্রস্তাব নিয়ে বর্তমান বোর্ডে অনেক তর্কাতর্কি হয়েছে। তবে ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসা উচিত, এ বিবেচনায় গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে আসবে, সেটিই আমাদের খুঁজে বের করতে হবে। এর মানে হবে, সবার কাছে গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব উপস্থাপন করা।

সর্বশেষ খবর