সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি দমনে চাই অ্যান্টি-ভাইরাস

————— দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি নামের ভাইরাস দমনে চাই অ্যান্টি-ভাইরাস। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের উত্তম চর্চাগুলো আমাদের দেশে ছড়িয়ে দিতে চাই। আমাদের তরুণ প্রজন্মের ভিতরে হারিয়ে যাওয়া মূল্যবোধকে উজ্জীবিত করতে হবে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর বেরেসফোর্ড ও প্রোগ্রাম অ্যানালিস্ট মাহমুদা আফরোজ। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের প্রায় সব দফতরেই কম-বেশি দুর্নীতি আছে। কিন্তু কমিশনে দুর্নীতি তদন্তকারী কর্মকর্তার সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জন। প্রায় ১৬ কোটি জনসংখ্যার দেশে এত কম সংখ্যক জনবল দিয়ে দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজ সত্যিই কঠিন। এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের তদন্তের মান নিয়েও আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। ইউএনডিপির প্রতিনিধি দলের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, সরাসরি আপনাদের কাছ থেকে আমাদের আর্থিক সাহায্যের তেমন প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন উপকরণ। এসব উপকরণ দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্যবহার করতে চাই। চাই যথাযথ প্রশিক্ষণ। বিশেষ করে, সাইবার ক্রাইম দমনে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রয়োজনীয়তা নিরূপণ করা কমিশনের জন্য অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে আপনাদের কারিগরি সহযোগিতা কামনা করছি। ইকবাল মাহমুদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। দুদক দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। বিভিন্ন গবেষণায় আরও দেখা গেছে, কেবল দুর্নীতিই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) প্রায় দুই থেকে তিন শতাংশ খেয়ে ফেলছে। এ ছাড়া ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুদকের চেয়ারম্যান। প্রতিনিধি দলটির এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, গত বছর দুদকের মামলায় সাজার হার ছিল ৩৭ ভাগ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ হার ৫১ ভাগ। এ সময় সুদীপ্ত মুখার্জি বলেন, ইউএনডিপি সুশাসনের ওপর অধিকতর গুরুত্ব দেয়। কমিশনের চলমান কার্যক্রমে অবদান রাখতে চায় ইউএনডিপি। সভায় দুদকের পক্ষ থেকে তরুণ প্রজন্মকে উত্তম চর্চায় উদ্বুদ্ধ করতে প্রায় ৭ লাখ পোস্টার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ‘খারাপ কাজ করব না। খারাপ কাজ সইব না’। ‘ভালো কাজ করব। দেশকে সবাই গড়ব’। ‘আইন মেনে চলব। নিরাপদে থাকব’। ‘দেশপ্রেমের শপথ নিয়ে দুর্নীতিকে বিদায় দিন’। ইত্যাদি স্লোগান সংবলিত প্রায় ১ লাখ ১০ হাজার খাতা ও ২১ হাজার জ্যামিতি বক্স ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য প্রদান করা হয়।

সর্বশেষ খবর