সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাবি শিক্ষক রেজাউল হত্যা

পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় পাঁচ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

রবিবার বিকালে মহানগর মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউল সাদিক। ৮ নভেম্বর আদালত অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক। অভিযুক্ত জেএমবি সদস্যরা হলেন মাসকাওয়াত, রহমতুল্লাহ, আবদুস সাত্তার, রিপন হোসেন ও শরিফুল ইসলাম। এদের মধ্যে ইংরেজি বিভাগের ছাত্র ও জেএমবি নেতা শরিফুল ইসলাম পলাতক আছেন। অপর চারজন এই মামলায় জেলহাজতে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক বলেন, শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার তদন্তে জেএমবির আট সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গত ২৩ এপ্রিল সকালে মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসভবনের কাছে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে।

সর্বশেষ খবর