সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

বগুড়ায় আগাম শীতের সবজি

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় আগাম শীতের সবজি

পুরো শীত না পড়লেও কুয়াশা পড়তে শুরু করেছে বগুড়া অঞ্চলে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে গরম থাকছে। শীত মৌসুমের সবজি আগেই বাজারে পাওয়া যাচ্ছে। কৃষি অফিস বলছে, এবার বাম্পার ফলন পাওয়া যাবে। জেলায় মোট সবজি উৎপাদিত হবে ২ লাখ ৪৩ হাজার মেট্রিক টন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, বগুড়ায় গ্রীষ্মকালীন সবজি শেষ হয়েছে। আমন চাষের পর সরিষা, আলু ও সবজি চাষে নামে বগুড়ার চাষিরা। এবার আমন চাষও আগাম      হয়েছে। আগাম আমন চাষ হওয়ায় আগামভাবে ধান পাওয়া যাবে। আর সে সুযোগে চাষিরা আগাম জাতের সবজি চাষ করে বাজারে তুলেছে। শীতকালের সবজি হিসেবে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, বরবটি, মুলা এখন বাজারে বিক্রি শুরু হয়েছে। জেলায় এ মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আগাম জাতের শীতের সবজি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বাজারে। চাষিরা বলছেন, এবার বাম্পার ফলনে খুশি চাষিরা। বগুড়ায় শীতের প্রায় ৪০ ধরনের সবজি চাষ হয়ে থাকে। সবজি বিক্রেতা আলমাস হোসেন জানান, শীত আসার আগেই আগাম জাতের বাঁধাকপি, ফুলকপি, মুলা, বরবটি, পাতা পিয়াজ পাওয়া যাচ্ছে। যদিও বাজারে আগাম জাতের সবজির দাম বেশি। বাঁধাকপি ও ফুলকপি ৮০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। কিন্তু যখন পুরোদমে শীতকালীন সবজি চাষ হবে তখন এ সবজির কেজি হবে ১০ থেকে ২০ টাকা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, বগুড়ায় আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। এ বছরও বাম্পার ফলন পাওয়া যাবে। ভালো সবজি উৎপাদনে কৃষি কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছেন। জেলায় এ বছর সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার মেট্রিক টন। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর