সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখনো জনসভার অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

এখনো জনসভার অনুমতি পায়নি বিএনপি। আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ জনসভা ডেকেছে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি বলে জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান। তবে অনুমতি না পেলেও নয়াপল্টনে তারা আগামীকালের সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আগামীকাল জনসভাকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশি ভয়ে দলের নেতা-কর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে খুব একটা দেখা যায়নি। গতকাল সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাড়ে ১০টার দিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ গুটি কয়েক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। বাইরে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। এ কারণে ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দেখা যায়নি। সূত্রে জানা যায়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে গত মাসে প্রথমে ৭ নভেম্বর ও পরে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু দুই দিনের একদিনও অনুমতি দেয়নি পুলিশ। এমনকি অনুমতি না দেওয়ার ব্যাপারে কোনো কারণও জানানো হয়নি বলে জানান রিজভী আহমেদ। সর্বশেষ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি চেয়ে শুক্রবার ডিএমপিকে চিঠি দেয় বিএনপি। সে চিঠিরও এখন পর্যন্ত পুলিশ কোনো জবাব দেয়নি। তবে শেষ পর্যন্ত সরকার এই জনসভার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাত ৮টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে রিজভী আহমেদ জানান, ‘আমরা অনুমতির অপেক্ষা করছি। আশা করি, অনুমতি পাব। জনসভা সফল করতে আমরা সবাই প্রস্তুত।’

সর্বশেষ খবর