বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাভারে নারী পুলিশ সদস্যের লাশ

তদন্তে কমিটি, চিরকুট উদ্ধার

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় সাবিনা আক্তার (২৪) নামে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার পেছনে আহাদ আলীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে  সাবিনার হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। সাবিনা আশুলিয়া থানার কনস্টেবল ছিলেন। তিনি মানিকগঞ্জের হরিরামপুর এলাকার হজরত আলীর মেয়ে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১০ সালের ১০ অক্টোবর মানিকগঞ্জ জেলায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পান। এরপর টাঙ্গাইল থেকে এ বছরের ২৮ জানুয়ারি আশুলিয়া থানায় যোগ দেন। সাবিনা আক্তারসহ আরও বেশ কয়েকজন নারী পুলিশ সদস্য আশুলিয়া থানার পেছনে আহাদ আলীর বাড়ির পঞ্চমতলায় ভাড়া থাকতেন। গতকাল দুপুরে সাবিনা তার কক্ষে প্রবেশ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী এক নারী সাবিনার কক্ষের সামনে গিয়ে তাকে ডাক দেন। কোনো সাড়া না পাওয়ায় তিনি কক্ষের দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি আশুলিয়া থানায় জানালে লাশটি উদ্ধার করে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, আশুলিয়া থানার নারী পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও তিনি জানান। আশুলিয়া থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় ওই কক্ষ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয় বলে তিনি জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি ওসি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর