বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢামেকের কর্মী ও রোগীর স্বজনদের মধ্যে মারামারি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রক্ত পরীক্ষা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রোগীর স্বজন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত রাতে এ ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কাচের দরজা ভাঙচুর করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢামেক হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডে লুত্ফর রহমান নামে এক আইনজীবীর মা লুত্ফুন্নেছা চিকিৎসাধীন রয়েছেন। গত রাতে তার শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। এ কারণে দাতার সঙ্গে রোগীর রক্তের সাদৃশ্য (ক্রস ম্যাচ) পরীক্ষার জন্য হাসপাতালের নতুন ভবনের দোতলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ব্ল্যাড ব্যাংকে যান লুত্ফর। রাত সাড়ে ৮টার দিকে তিনি সেখানে যাওয়ার পর কর্তব্যরত টেকনিশিয়ান দেলোয়ার জানান, ইনজেকশন সিরিঞ্জের বদলে টেস্টটিউবে রক্ত নিয়ে যেতে হবে। আর টেস্টটিউবে রক্তদাতার নাম থাকতে হবে। লুত্ফর কিছুক্ষণ পর টেস্টটিউবে রক্ত নিয়ে গেলেও তাতে কারও নাম লেখা ছিল না। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লুত্ফর ও তার সঙ্গে থাকা কয়েকজন দেলোয়ারকে মারধর করেন। ব্ল্যাড ব্যাংকের কাচের দরজাও ভাঙচুর করেন তারা। এরপর হাসপাতালের কিছু কর্মী ও আনসার সদস্য তাদের মারধর করেন।

এতে লুত্ফর ও তার ভাই ছাড়াও আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া দুই যুবক জাহিদ ও সাফি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর