বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ উদ্ধার, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ উদ্ধার, দুজন গ্রেফতার

রাষ্ট্রদূতের উদ্ধার করা ব্যাগ। গ্রেফতার দুজন —বাংলাদেশ প্রতিদিন

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি হওয়া ভ্যানিটি ব্যাগ ও ব্যাগের মধ্যে থাকা অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে  রুবেল (২০) ও শাওন (২০) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর শনিরআখড়া ও পান্থপথের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে ‘ফ্রিডম’ নামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি চুরি হয়। ব্যাগটি উদ্ধারের ঘটনায় নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। ডিবির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন জানান, ঢাবির চারুকলা থেকে রুবেল ব্যাগটি চুরি করেছিল। গতকাল সকালে শনিরআখড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পান্থপথের আইটাচ নামে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে রাষ্ট্রদূতের ব্যাগ, আইপ্যাড, মোবাইল ফোন সেট, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। চোরাই পণ্য কেনার অভিযোগে ওই প্রতিষ্ঠানের কর্মচারী শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। একই প্রতিষ্ঠানে রুবেল আগেও চারটি চোরাই মোবাইল ফোন সেট বিক্রি করেছিল। গ্রেফতারদের বরাত দিয়ে আবদুল বাতেন জানান, রাষ্ট্রদূত চারুকলা ইনস্টিটিউটে চেয়ারে ব্যাগ রেখে উঠে মোমবাতি প্রজ্বালন করতে যান। তখন রুবেল চেয়ার থেকে ব্যাগ নিয়ে রাষ্ট্রদূতের পাশে গিয়ে দাঁড়ায়। যাতে অন্যরা মনে করে রাষ্ট্রদূতের ব্যাগ সে বহন করছে। আশপাশের লোকজন কিছু না বলায় এবং রাষ্ট্রদূতও বিষয়টি খেয়াল না করায় রুবেল ব্যাগটি নিয়ে বের হয়ে যায়। এরপর শাওনের কাছে ১০ হাজার টাকায় ব্যাগের মালামাল বিক্রি করে দেয়। পরে সে নিজের দাড়ি কেটে গাঢাকা দেয়। আবদুল বাতেন আরও জানান, রুবেল পেশাদার চোর। তার গ্রামের বাড়ি বরিশালে।

দূতাবাসের বিবৃতি : নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মার্গারেথা কুয়েলিনারির চুরি হওয়া ব্যাগ উদ্ধারের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘ব্যাগটি উদ্ধারের জন্য আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে ঢাকা মহানগর পুলিশ, ডিপ্লোম্যাটিক ফোর্স, আয়োজক কাউন্টার ফটো, বাংলাদেশ সরকার এবং যারা এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে অল্প সময়ের মধ্যে ব্যাগটি উদ্ধার সম্ভব হতো না।’

সর্বশেষ খবর