শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা কনভেনশনে বাপা ফুডপ্রো এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কনভেনশনে বাপা ফুডপ্রো এক্সপো

প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬। গতকাল চতুর্থবারের মতো এ মেলার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি। বাপা ফুডপ্রো এক্সপোর সঙ্গে আরও দুটি মেলা চলছে। এগুলো হলো ষষ্ঠ অ্যাগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৬ এবং রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো-২০১৬। বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন এ এক্সপোর আয়োজন করেছে। মেলায় বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ ১৩টি দেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলার কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা প্রদর্শন করতে পারবেন। মেলা চলবে কাল শনিবার (২৬ নভেম্বর) পর্যন্ত। সংশ্লিষ্টরা জানান, দেশে কৃষিজাত পণ্য ও কৃষিভিত্তিক শিল্পের বিশাল এই প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে মেশিনারিজ, আধুনিক প্রযুক্তি নির্ভর নানা ধরনের শিল্প পণ্য। আধুনিক মেশিনারিজ দিয়ে কীভাবে পণ্য তৈরি করা যায় তার প্রযুক্তিগত ধারণা দিতেই এ মেলার আয়োজন। এখানে ভোক্তা থেকে শুরু করে সারা দেশের উদ্যোক্তারাও এসেছেন। তারা ঘুরে ঘুরে দেখছেন, কথা বলছেন। মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু উদ্যোক্তারা নয় সাধারণ গ্রাহকদের কাছে পণ্যের মান কীভাবে রক্ষা করা হয়, কীভাবে পণ্য প্যাকেটজাত করা হয় এবং কীভাবে দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা যায়— সে লক্ষ্যকে সামনে রেখেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর