শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাইওয়ানি দম্পতি হত্যাচেষ্টায় চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক দ্বন্দ্ব ও পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জের ধরেই রাজধানীর উত্তরায় বসবাসকারী তাইওয়ানের নাগরিক এক দম্পতিকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে র‌্যাব। আর এ জন্য ঘটনার দেড় বছর আগে ওই বিদেশি দম্পতির বাসার গৃহপরিচারিকাকে হাত করে দুর্বৃত্তরা। গৃহপরিচারিকার সহায়তায়ই ওই বাসার গেট ও দরজার চাবি নকল করা হয়। গতকাল কারওয়ান বাজারে র?্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি দম্পতিকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে ঢাকা, আশুলিয়া ও গাজীপুর থেকে এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— গাইবান্ধার সাজু মিয়া, তার ভাই লাজু মিয়া, গাজীপুরের এবায়দুল হক স্বপন ও ময়মনসিংহের হালিমা বেগম। এদের মধ্যে সাজুকে উত্তরা থেকে, লাজুকে আশুলিয়া, স্বপনকে গাজীপুরের রূপগঞ্জ থেকে ও হালিমাকে গাজীপুরের বোর্ডবাজার থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে উল্লেখ করে র‌্যাব-১ এর অধিনায়ক জানান, ১০ বছর ধরে বাংলাদেশে বসবাস করছিল তাইওয়ান দম্পতি ওয়াং মিং শি ও লোউ লি হোয়া। গাজীপুরের জয়দেবপুর বড়গাছায় তাদের জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি নামে একটি প্লাস্টিক কারখানা আছে। যেখানে পিভিসি ডোর ও সিলিং তৈরি হয়। তারা নিজেরাই এ ব্যবসা পরিচালনা করতেন। আর এ ব্যবসার সূত্রেই আসামিদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল ওই দম্পতির। একপর্যায়ে টাকা উদ্ধারের জন্য ডাকাতির পথ বেছে নেন আসামিরা। এ ক্ষেত্রে আসামিরা ওই দম্পতির বাসার গৃহপরিচারিকার সঙ্গে বকেয়া টাকা উদ্ধারের জন্য আলোচনা করে। এতে তারা ওই দম্পতিকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে বাসায় ডাকাতি করার পরিকল্পনা করে।  গ্রেফতার হালিমার বরাত দিয়ে র?্যাব-১ প্রধান জানান, ঘটনার দেড় বছর আগে তাইওয়ানের ওই দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে হালিমাকে পাঠান সাজু। তার সহায়তায় বাসার গেট ও দরজার চাবি নকল করে গত বছর ৫ নভেম্বর ওই দম্পতির উত্তরা-৪ নম্বর সেক্টরে ১৪/এ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে চুরি করতে ঢোকেন আসামিরা। ঘটনার দিন দরজা খোলার শব্দ পেয়ে ওয়াং মিং শি বাইরে বের হয়ে এলে আসামি লাজুর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে লাজু কাঠের লাঠি দিয়ে ওয়াং মিং শির মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন ওয়াং মিং শি। এদিকে ধস্তাধস্তির শব্দ পেয়ে স্ত্রী লোউ লি হোয়া বাইরে বেরিয়ে এলে তার কাছ থেকে সিন্দুকের চাবি নিয়ে ছয় লাখ টাকা লুট করেন আসামিরা। পরে তার মাথায়ও লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান আসামিরা। ঘটনার পর জিন জিং ইয়াং কোম্পানির জিএম সামির হাসিব বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। এরপর থেকেই অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছিল র?্যাব। আহত ওই দম্পতিকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ও পরে তাইওয়ানে পাঠানো হয়। আহত ওয়াং মিং শি এক বছর ধরে কোমায় রয়েছেন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

সর্বশেষ খবর