সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাইকোর্টে ক্ষমা চেয়ে রেহাই পেলেন এসপি

নিজস্ব প্রতিবেদক

হাতেনাতে ধরা ডাকাতকে মেরে ফেলার আহ্বান জানিয়ে খবরের শিরোনামে আসা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম নিজের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন হাইকোর্টে। আদালতে প্রতিশ্রুতি দিয়েছেন ওই ধরনের কথা তিনি আর বলবেন না। তাকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বিষয়টির নিষ্পত্তি করেছে আদালত। আদালতে এসপির পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২৭ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এক আদেশে ওই এসপিকে ৪ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেই অনুযায়ী এসপি মোজাহিদ গতকাল আদালতে হাজির হন। গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘কোনো ডাকাত যদি হাতেনাতে ধরতে পারেন, জ্যান্ত মেরে ফেলুন। এ বিষয়ে একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দেব। এটা আমার গ্যারান্টি। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কি কোনো ভয় আছে?’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর