শিরোনাম
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জানুয়ারিতে পদ্মা সেতুর পিলারে বসবে স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জানুয়ারি মাসেই পদ্মা সেতু দৃশ্যমান হবে। মূল পিলারের ওপর বসানো শুরু হবে স্প্যান। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সম্পূর্ণ সিডিউল মাফিক দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি আরও বলেন, এখানে প্রায় ২২ হাজার দেশি-বিদেশি শ্রমিক কাজ করছেন। দুই পাশে সংযোগ সড়কের কাজ প্রায় শেষের পথে। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ইতিমধ্যে তিনটি সুপারস্ট্রাকচার ফিটিংয়ের কাজ শেষ পর্যায়ে। এর মধ্যে একটি সুপার স্ট্রাকচার (স্প্যান) ফিটিংস শেষে ভর সক্ষমতা যাচাইসহ পিলারের ওপর বসানোর উপযোগী করা হয়েছে। সেটি এখন পিলারের ওপর ওঠার অপেক্ষায়। গতকাল সরেজমিনে পদ্মা বহুমুখী সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি পদ্মা সেতুর টোল প্লাজা, সংযোগ সড়ক, নদী শাসন, মুন্সীগঞ্জের সেতু প্রকল্পের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ড্রাস্ট হাউসে পদ্মা সেতুর মূল অবকাঠামো সুপার স্ট্রাকচার (স্প্যান) ফিটিংসসহ নানা কর্মকাণ্ড ঘুরে দেখেন। খোঁজ-খবর নেন প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি শ্রমিক-কর্মকর্তাদের। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তীব্র বায়ুপ্রবাহ ও ভূমিকম্পজনিত ধাক্কা মোকাবিলায় থাকছে ওয়ারেন ট্রাস ফর্ম। এর আগে চীনের সাংহাই শহরের সিং হোয়াং দাও কারখানায় তৈরি তিনটি সুপার স্ট্রাকচার মাওয়ায় পৌঁছেছে। আরেকটি চট্টগ্রাম সমুদ্র বন্দরে আনলোডের অপেক্ষায়। আরও সাতটি সুপার স্ট্রাকচার তৈরি সম্পন্ন হয়েছে। মন্ত্রী আরও জানান, অত্যন্ত দক্ষতার সঙ্গে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসনের কাজ করছেন চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড। মূল সেতুর নির্মাণ কাজের দায়িত্বে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন  কোম্পানি। সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ, টোল প্লাজা ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য যৌথভাবে আবদুল মোনেম লিমিটেড ও মালয়েশিয়ার হাইওয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কাজ করে চলছে। এ ছাড়া পদ্মা  সেতুর কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীকে।

সর্বশেষ খবর