শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

হিটলারের সেনার বাক্সে ভিনগ্রহীর মাথার খুলি

প্রতিদিন ডেস্ক

সাবেক জার্মান চ্যান্সেলর হিটলারের এক সেনার বাক্সে এলিয়েনের বা ভিনগ্রহবাসীর মাথার খুলি পাওয়া নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এই খুলির সঙ্গে হিটলারের সম্পর্ক কি—এ নিয়েও রহস্য তৈরি হয়েছে?  ইন্টারনেট সূত্রে জানা গেছে, রাশিয়ার এক গ্রামে মিলেছে নািস সেনাদের ফেলে যাওয়া ব্যাগ। রাশিয়া দখল করতে এসে প্রতিরোধের মুখে পালিয়েছিল নািস সেনারা। এ সময় তারা অস্ত্রবহরসহ অনেক কিছু ফেলে যেতে বাধ্য হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সেইসব সামগ্রী নানা কৌতূহল তৈরি করে। এর মধ্যে রুশ গ্রামে পাওয়া নািসদের ফেলে রাখা একটি ব্যাগ খুলে চমকে গেছেন উদ্ধারকারী কর্তৃপক্ষ। কারণ তার ভিতরে ছিল অবিকল এলিয়েন বা ভিনগ্রহীদের মাথার খুলির মতো হাড়ের টুকরো। আর ব্যাগের গায়ে খোদাই করা ছিল নািস প্রতীক। এলিয়েন বিশেষজ্ঞদের দাবি, এটি এলিয়েনের মাথার খুলি। প্রশ্ন উঠছে, তাহলে কি ভিনগ্রহীদের দেখা পেয়েছিল নািসরা? তুমুল যুদ্ধের সময় দুপক্ষের গোলাবর্ষণের মাঝে কোথা থেকে মিলেছিল এই অদ্ভুতদর্শন মাথার খুলি?  অনেকের ধারণা, নািস সেনার কেউ হয়তো এলিয়েন নিয়ে আগ্রহ দেখাতেন। তিনিই সংগ্রহ করেছিলেন এই এলিয়েনের মতো দেখতে ওই খুলি। ভিনগ্রহীদের নিয়ে গবেষণা করেন এমন কয়েকজনের দাবি, মেক্সিকোর এক আগ্নেয়গিরির নিচে লুকিয়ে রয়েছে এলিয়েনদের অস্তিত্ব সূত্র। তেমনই কিছু কেন্দ্র ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সম্ভবত রুশ দেশে তেমনই কোনো স্থান রয়েছে, যা এখনো অজানা। যুদ্ধের মধ্যেই সেই খোঁজ পেয়েছিল কোনো এক নািস সেনা। তবে স্পষ্ট উত্তর না মেলায় জন্ম নিচ্ছে হাজারো প্রশ্ন আর গুজব। ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিও।

সর্বশেষ খবর