মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ড. সালেহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জ সত্ত্বেও অর্জন সন্তোষজনক

নিজস্ব প্রতিবেদক

সমাপ্য বছরের অর্থনীতি বিশ্লেষণ করে দেশবরেণ্য অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিভিন্ন ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সফল এবং সন্তোষজনকভাবে একটি বছর শেষ করেছে। রিজার্ভ চুরি, ব্যাংক খাতের দুর্নীতির মতো দু-একটি ঘটনা ছাড়া বলা যায় আমরা মোটামুটি ভালোভাবেই বছরটা পার করেছি। তবে আসছে বছরটাতে কতগুলো চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে।

রিজার্ভ চুরি, ব্যাংক খাতের দুর্নীতির মতো দু-একটি ঘটনা ছাড়া বলা যায় আমরা মোটামুটি ভালোভাবেই বছরটা পার করেছি। তবে আসছে বছরটাতে কতগুলো চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে রয়েছে সুশাসন, গণতন্ত্র আর সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়। মাথাপিছু আয় যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু আর্থিক বৈষম্যও বেড়েছে। বিশেষ করে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে বৈষম্য কিন্তু বেড়েই চলেছে। এখন আমাদের সুশাসন, উন্নয়ন আর গণতন্ত্রকে একই সঙ্গে বিকশিত করতে হবে। মানুষকে উচ্চতর প্রবৃদ্ধির সুফল ভোগ করাতে হলে এর কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, চলতি বছর সরকারের নেওয়া মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে দুই মহাসড়ককে চার লেনে উন্নীতকরণে সরকার বেশ সফলতা দেখিয়েছে। আর নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে এটি আরেকটি বড় অর্জন। তিনি আরও বলেন, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। তবে এই উন্নতির মধ্যে সমতা নেই। সাধারণ মানুষের উন্নতিটা খুব চোখে পড়ছে না। সম্পদ কেন্দ্রীভূত হয়ে পড়ছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন তিনি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। কিন্তু অর্থবছরের ছয় মাস অতিবাহিত হলেও তার কোনো বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি। এটা অবশ্যই হতাশাব্যঞ্জক। এজন্য পুরো আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর