মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবার কর্মমুখর হয়ে উঠেছে আশুলিয়ার পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক

আবার কর্মমুখর হয়ে উঠেছে আশুলিয়ার পোশাক কারখানা

প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ কারখানা খুলে দেওয়ার পর গতকাল আবার কর্মচাঞ্চল্য ফিরে আসে —বাংলাদেশ প্রতিদিন

দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতা ও পাঁচদিন বন্ধ থাকার পর আবার কর্মমুখর হয়ে উঠেছে সাভারের আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল বিজিএমইএর বন্ধ থাকা কারখানাগুলো খুলে দেওয়া হয়। শ্রমিকরা সোমবার সকাল থেকে দলে দলে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। কাজে ফিরে শ্রমিকদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে তেমনি কারখানাগুলোতেও কর্মতৎপরতা ফিরে আসায় কারখানা মালিকরাও বেশ খুশি। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য কারখানাগুলোর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ ছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলে পুলিশের টহল দিতেও দেখা যায়। গতকাল দিনভর শিল্পাঞ্চল এলাকার পরিবেশ ছিল স্বাভাবিক। এদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, জামগড়া, নরসিংহপুর ও এর আশপাশের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়। ভোর থেকে শ্রমিকরা যার যার কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন। তবে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ছাঁটাইকৃত শ্রমিকরা যেন কারখানায় প্রবেশ করতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক করে দেওয়া হয়। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়। শিল্প পুলিশ-১ এর আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পাঁচদিন বন্ধ থাকার পর সোমবার সকালে ৫৯টি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরাও শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন। এদিন কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ৩০টি শ্রমিক সংগঠনের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা কারখানাগুলো খুলে দেওয়া হয়। এর আগে রবিবার সন্ধ্যায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলন করে শ্রমিকদের নিজ নিজ কারখানায় যোগ দিতে শ্রমিকদের অনুরোধ করেন। ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের এক পর্যায়ে শ্রম আইনের ১৩(১) ধারায় ২০ ডিসেম্বর থেকে ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। এই ঘোষণার পর নতুন করে কর্মবিরতিতে যোগ দেন আরও চার কারখানা।

সর্বশেষ খবর