মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতীয় ট্রেনের টিকিট বাংলাদেশে বসেই কাটা যাবে

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর রেলওয়ে যাত্রীদের জন্য অনলাইনেই ভারতীয় রেলের টিকিট কেনার সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। ক্ষমতায় আসার পর থেকেই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করেছে নরেন্দ্র  মোদি নেতৃত্বাধীন ভারতের এনডিএ সরকার। সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এবার বাংলাদেশের রেলওয়ে যাত্রীরা যাতে দেশে বসেই অনলাইনের মাধ্যমে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারেন সেই সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল মন্ত্রণালয়। এই প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় রেলের ঊধ্বর্তন কর্মকর্তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে খবর।

অতিসম্প্রতি আইআরসিটিসি এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্টের (জিএসইএ) মধ্যে একটি সমঝোতা হয়। যেখানে আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় রেলের ই-টিকিট কাটতে পারবেন। ১৯৬৫ সালের আগে ভারত-বাংলাদেশের মধ্যে পাতা সব পুরনো রেললাইন সরিয়ে সেখানে নতুন রেললাইন পাতার বিষয়টিও আলোচনার স্তরে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর