মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
উদ্ভাবন

রিমোট কন্ট্রোলে হবে হালচাষ

দিনাজপুর প্রতিনিধি

রিমোট কন্ট্রোলে হবে হালচাষ

দেশীয় প্রযুক্তিতে ডা. আনোয়ারের তৈরি রিমোট কন্ট্রোলে পাওয়ার টিলার চালিয়ে হালচাষ   করার পদ্ধতি বের হয়েছে। ডিজিটাল এই পাওয়ার টিলার বাজারে অন্যান্য পাওয়ার টিলারের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী এবং এর জ্বালানি খরচও  কম। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ডা. আনোয়ারের বাড়ির পাশে এই ডিজিটাল পাওয়া টিলার চালিয়ে হালচাষের উদ্বোধন করা হয়েছে গত ১৯ ডিসেম্বর। এর উদ্বোধন করেন কৃষি অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, ডা. আনোয়ার আগে হারবেস্টার মেশিন তৈরি করে জাতীয় পুরস্কার অর্জন করেন। সেই হারবেস্টার মেশিন এখন ধান কাটা-মাড়াই কাজে দারুণ জনপ্রিয়। তেমনি এই রিমোট কন্ট্রোল পাওয়ার টিলারটিও এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠবে। উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা বলেন, আমাদের বিদেশ থেকে যন্ত্র আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। কিন্তু ডা. আনোয়ারের তৈরি মেশিন ক্রয় করলে সে মুদ্রা সাশ্রয় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর