মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই বছর পর মুখোমুখি সিলেট আওয়ামী লীগ-বিএনপি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দুই বছর পর মুখোমুখি সিলেট আওয়ামী লীগ-বিএনপি

প্রায় দুই বছর পর সিলেটের রাজপথে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। সরকারের ৩ বছর পূর্তিকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি হিসেবে ৫ জানুয়ারি রাজপথে নামছে তারা।

এ দিনটিকে গণতন্ত্রের ‘বিজয় দিবস’ উল্লেখ করে সারা দেশে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ জন্য সিলেটেও নেওয়া হয়েছে প্রস্তুতি। গত রবিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় ৫ জানুয়ারি বেলা ২টায় কোর্ট পয়েন্টে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠন নিয়ে নগরীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে। কর্মসূচির নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে রাজপথে বিএনপিকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন নেতারা।

অন্যদিকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে বিএনপি সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে। সিলেটেও সংগঠনটির নেতারা এই কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্র বলছে, পুলিশ অনুমতি না দিলেও যে কোনো মূল্যে তারা এদিন কালো পতাকা মিছিল করবে। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করতে পারবে, আমরা পারব না— এটা কোন ধরনের গণতন্ত্র? আমরা আশা করছি পুলিশ আমাদের মিছিলের অনুমতি দেবে। যদি না দেয় তবুও আমরা ৫ জানুয়ারি নগরীতে কালো পতাকা মিছিল করব। আমাদের মিছিলে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আমরা অবশ্যই প্রতিহত করব।’

 ৫ জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ‘বিজয় দিবস’ উপলক্ষে কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ হবে। বিএনপির অতীত রেকর্ড ভালো নয়। তারা রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা চালায়। নগরীর শান্তিশৃঙ্খলা রক্ষায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া যায় কি-না তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। তবে বিএনপি মিছিলের নামে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে আওয়ামী লীগ রাজপথেই তার জবাব দেবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রজদান আল মুসা জানান, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পুলিশ ওইদিন নগরীতে সতর্ক থাকবে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ওই নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতাসীন হয়। ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্তির দিন বিএনপি লাগাতার অবরোধের ডাক দেয়। প্রায় ৩ মাস অবরোধ চলার সময় প্রায় প্রতিদিনই সিলেটের রাজপথে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি কর্মসূচি পালন করেছে।

সর্বশেষ খবর