বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শরীয়তপুরে আওয়ামী লীগের সংঘর্ষ, বোমাবাজি, নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের রঞ্চন ছৈয়ালকান্দি গ্রামে দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে হোসেন খান (৩২) নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহত তিনজনকে ঢাকায় ও তিনজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় উভয় পক্ষের ৩০টি বসতঘর ভাঙচুর করা হয়। নিহত হোসেন খান ওই ইউপির মীর আলী মাদবরকান্দি গ্রামের জলিল খানের ছেলে। গতকাল সকালে আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপির বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফিজ উদ্দিন খলিফার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুজন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সিরাজ সরদার ও শফিজ উদ্দিন খলিফার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। রবিবার দুর্বাডাঙ্গা বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার রাতে সিরাজের সমর্থকরা রঞ্চন ছৈয়ালকান্দি গ্রামে শফিজ উদ্দিনের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। গতকাল সকালে সিরাজ সরদারের সমর্থকরা শফিজ উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। তাদের বোমার আঘাতে হোসেন খান আহত হন। তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন খান শফিজ উদ্দিনের সমর্থক। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুবুল আরেফিন বলেন, মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় বোমা জাতীয় বস্তুর আঘাত লেগেছে। নিহত হোসেন খানের স্ত্রী মেরিনা আক্তার বলেন, ‘আমার স্বামী এলাকায় কোনো দলাদলির মধ্যে নেই। সে ঢাকায় ব্যবসা করত। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিল। সন্ত্রাসীরা কেন আমার স্বামীকে মেরে ফেলল? দেড় বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে এখন আমি কোথায় আশ্রয় নেব।, ঘটনার পর থেকে সিরাজ সরদারকে মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। শফিজ উদ্দিন খলিফা বলেন, সিরাজ সরদার সব সময় আমার সমর্থকদের ওপর হামলা চালায়। ২০১৩ সালেও সে আমার এক কর্মীকে হত্যা করেছে। শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভীর আহম্মেদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। চাঁদপুরে হামলায় যুবক নিহত : এদিকে চাঁদপুর প্রতিনিধি  জানান, মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে ড্রেজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল  বেলা ১১টায় উপজেলার দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।  রাসেল মোহনপুর ইউনিয়নের দশানি এলাকার রঞ্জু মিয়ার ছেলে। মতলব উত্তর থানা পুলিশ জানায়, সকালে এক পক্ষ নদী থেকে বালু উত্তোলন করতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

 

সর্বশেষ খবর