বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক নাজমুল হুদার মুক্তিতে বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ প্রচারসংখ্যার দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সাভার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন শীর্ষ সাংবাদিক নেতারা। তারা গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করে দেওয়া যৌথ বিবৃতিতে বলেছেন, নাজমুল হুদাকে আশুলিয়া থানায় একটি মামলায় আটকের পর একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হচ্ছে। আগের মামলার সঙ্গে বর্তমান মামলার কোনো সামঞ্জস্য নেই। গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের সভাপতি শাবান মাহমুদ স্বাক্ষরিত ওই যৌথ বিবৃতিতে দেশের শীর্ষ সাংবাদিক নেতারা বলেন, আমাদের মনে হচ্ছে, স্থানীয় পুলিশ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের মামলা করছে। সাংবাদিক নাজমুল হুদা অপরাধী না নির্দোষ, তা নিষ্পত্তির জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। একই সঙ্গে নাজমুল হুদার মুক্তি ও হয়রানি বন্ধের দাবি করছি। বিবৃতিদাতা সাংবাদিক নেতারা হলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন—সিইউজে সভাপতি রিয়াজ হায়দার, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন— আরইউজে সভাপতি কাজী শাহেদ, খুলনা সাংবাদিক ইউনিয়ন—কেইউজে যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুজ্জামান শাহীন, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন—বিইউজে নির্বাহী সদস্য আবদুর রহমান টুলু।

সর্বশেষ খবর