শিরোনাম
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইসিসিবিতে প্রথম চা মেলা

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে প্রথম চা মেলা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে চা মেলা। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় চা বাগান, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সংস্থা ও চা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এতে ১৬টি  স্টল ও ৩০টি প্যাভিলিয়ন থাকছে। চা-শিল্পের দেড়শ বছরের ইতিহাসে দেশে এটিই প্রথম প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “শৈশবে ব্রিটিশ আমলে রেলস্টেশনে আমাকেও বিনামূল্যের চা খেতে হয়েছিল। ১৮৫০ সালের দিকে এ অঞ্চলে চা চাষ শুরু হয়। ব্রিটিশরা সিলেটের এক বাঙালিকে দিয়ে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে চা চাষ শুরু করে। আমি যখন কিশোর তখনো বিনা পয়সায় চা পাওয়া যেত। রেলস্টেশনে লেখা থাকত ‘এখানে বিনা পয়সায় চা পাওয়া যায়’। কোনো চার্জটার্জ হতো না।” উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ শীর্ষ ব্যক্তিরা। চা বোর্ডের চেয়ারম্যান সাফিনুল ইসলাম, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান আরদাশীর কবির, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শান্তনু বিশ্বাসসহ চা-শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ী ও চা বাগানের মালিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর