সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘গ্যাসের বিকল্প এলপিজি সিলিন্ডার’,

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গ্যাসের বিকল্প ব্যবস্থা এখন সিলিন্ডার। এলপিজি সিলিন্ডার দিয়ে রান্নাবান্নার কাজও চলছে। পাশাপাশি শিল্প-কারখানায়ও চলবে। পৃথিবীর সব দেশে এলপিজি সিলিন্ডার দিয়ে শিল্প-কারখানা চলে। আমাদের দেশে আস্তে আস্তে সেটাই করতে হবে। তিনি বলেন, এরই মধ্যে দেশে অনেক এলপিজি কারখানা হয়েছে। আরও বছরখানেক এ  জন্য কষ্ট করতে হবে। গতকাল রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে সর্বসাকুল্যে গ্যাসের পরিমাণ ২৭ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১৪ ট্রিলিয়ন ব্যবহার হয়েছে। বাকি যা আছে তা দিয়ে আরও ১২-১৩ বছর চলবে। এ সমস্যা সমাধানে আমরা এলএনজি টার্মিনাল করছি। মোট ২-৩টা টার্মিনাল হলে আমাদের চাহিদা মেটানো সম্ভব। প্রাকৃতিক গ্যাসের বিকল্প এলপিজি গ্যাস দিয়ে গৃহস্থালি ও শিল্প-কারখানা চলতে পারে। তবে এর জন্য এক বছর অপেক্ষা করতে হতে পারে।

সর্বশেষ খবর