রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় গার্মেন্ট এক্সেসরিজ মেলার পর্দা নামল

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গার্মেন্ট এক্সেসরিজ মেলার পর্দা নামল

তৈরি পোশাকশিল্পের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উত্পাদিত বাহারি রঙের সুতা, বোতাম, জল ছাপার সামগ্রী, মেশিন এবং এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে চার দিনব্যাপী প্রদর্শনীর পর্দা নামল গতকাল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি- বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীতে পোশাকশিল্পের সহায়ক নতুন নতুন প্রযুক্তি, সরঞ্জাম ও কাঁচামাল নিয়ে অংশ নেয় দেশ-বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা নতুন নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হয়েছেন। একসঙ্গে অনেক প্রতিষ্ঠান এ মেলায় আসায় একে অন্যের পণ্যের মান নিয়েও সজাগ হয়েছেন। মেলায় বিক্রি মূল উদ্দেশ্য না হলেও, ক্রেতার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। এখানে আসা প্রতিটি প্রতিষ্ঠানই প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্ডার পেয়েছে। তবে মেলায় মোট কী পরিমাণ অর্ডার পাওয়া গেছে, তা জানা যায়নি। আইসিসিবিতে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন— বিজিএপিএমইএ আয়োজিত গ্যাপেক্সপো-২০১৭’র এই মেলার কো-অর্গানাইজার ছিল ভারতের এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল। আয়োজকরা জানিয়েছেন, এবার মেলায় দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান নিয়ে মোট ৮টি হলে ৬০০টি স্টলসহ ৮০০টি বুথ ছিল। শিল্প মেলায় ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকংসহ মোট ৩০টি দেশ অংশগ্রহণ করে। মেলায় ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে খুশি অংশগ্রহণকারীরা।

সর্বশেষ খবর