বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কবিতা উৎসব আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

কবিতা উৎসব আজ

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগার চত্বরে আজ শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী ‘পটুয়া’ কামরুল হাসানের কবর এবং  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।  উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী। সভাপতিত্ব করবেন কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। ঘোষণাপত্র পাঠ করবেন কবি আসাদ চৌধুরী। ভারতের কবি আশিস স্যানাল, বীথি চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক চিন্ময় গুহ, সুইডেনের কবি ক্রিস্টিয়ান কার্লসন, অস্ট্রিয়ার কবি মেনফ্রেড কোবো, আর্জেন্টিনার কবি ইওনা বুরঘার্ট, জার্মানির কবি টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর কবি লুস মারিয়া লোপেজ, কবি মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার কবি আলেক্সড্রোভিচ পোগোদাইভসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকরা অংশ নিচ্ছেন এবারের উৎসবে। সকাল সাড়ে ১১টায় শুরু হবে মুক্ত আলোচনা। দুপুর দেড়টা থেকে শুরু হবে কবিতা পাঠ। পাঁচ পর্বের এসব আসরে সভাপতিত্ব করবেন দিলারা হাফিজ, আনোয়ারা সৈয়দ হক, শিহাব সরকার, হাবীবুল্লাহ সিরাজী ও রামেন্দু মজুমদার। এবারের আয়োজনে ‘জাতীয় কবিতা উৎসব সম্মাননা’ পাচ্ছেন কবি বেলাল চৌধুরী ও কবি সাযযাদ কাদির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর