বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাগেরহাটে যমুনা এলপিজি প্লান্টকে আড়াই লাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মংলায় যমুনা এলপিজি প্লান্টে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাতের জন্য মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে স্থায়ী বন্দর শিল্প এলাকার যমুনা এলপিজি প্লান্টকে চূড়ান্তভাবে সতর্ক করে এ দণ্ড দেওয়া হয়। বাগেরহাট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন ও শিফাত উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, মংলায় যমুনা এলপিজি কারখানায় মেয়াদোত্তীর্ণ বিপুলসংখ্যক সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাত করার জন্য মজুদ করে রাখা হয়েছে এমন নিশ্চিত খবরের ভিত্তিতে তারা অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে যুমনা এলপিজি কারখানায় মেয়াদোত্তীর্ণ গ্যাসভর্তি সিলিন্ডার দেখতে পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ গ্যাসভর্তি ওই সব সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার আশঙ্কা থাকায় এবং অসতর্ক অবস্থায় কাজ করার দায়ে তাদের চূড়ান্তভাবে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৫৩ ধারায় নগদ আড়াই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

সর্বশেষ খবর