বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
গাইবান্ধায় বিদ্যালয়ে আগুন

প্রধান সন্দেহভাজন রঞ্জু তিন দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় পোড়ানো মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রঞ্জু মিয়ার (৩০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

রঞ্জু মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মজিবর রহমানের ছেলে। গত রবিবার বিকালে নিজ বাড়ি থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বিদ্যালয় পোড়ানো মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার রঞ্জুকে আদালতের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়টিতে গত বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়ে ভস্মীভূত করে দুর্বৃৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান গাইবান্ধা সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর