শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ল্যুভ জাদুঘরে সেনার ওপর হামলা

গুলিতে আহত হামলাকারী

প্রতিদিন ডেস্ক

ল্যুভ জাদুঘরে সেনার ওপর হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘরে দায়িত্বরত এক সেনার ওপর ছুরি দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। পরে সেনাবাহিনীর সদস্যরা হামলাকারীর ওপর গুলি চালায়। তাকে গুরুতর অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারী ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে হামলা চালানোর চেষ্টা করে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে ‘মারাত্মক’ বলে বর্ণনা করেছেন। এটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বার্নার্ড কাজেনভ। খবরে বলা হয়, হামলাকারী ব্যাকপ্যাক নিয়ে জাদুঘরটির ভূগর্ভস্থ শপিং মলে প্রবেশের চেষ্টা করে। আর তখনই দায়িত্বরত সেনার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাদুঘরটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে ব্যাপক অভিযান শুরু করে। ফরাসি পুলিশের একজন মুখপাত্র জানান, হামলাকারী ‘আল্লাহু আকবর’ স্লোগান দেয়। তবে তার কাছে কোনোরকমের বিস্ফোরক দ্রব্য ছিল না। স্থানীয় কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়, হামলাকারী নিশ্চিতভাবে একটি বা সম্ভবত দুটি সুটকেস বহন করছিল। আবার কোনো কোনো খবরে হামলাকারীর সঙ্গে একটি ব্যাকপ্যাক ও একটি দা ছিল বলেও দাবি করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিবিসি

সর্বশেষ খবর