শিরোনাম
বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে জেএমবির সমন্বয়ক নিহত

ঢাকায় নিহত আরও একজন

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবির প্রধান সমন্বয়কারী আবু মুসা নিহত হয়েছে। ঢাকায় নিহত হয়েছেন আরও একজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর— বগুড়া : বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির নেতা আবু মুসা (৩২) নিহত হয়েছে। সংগঠনের পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী ছিল মুসা। সাংগঠনিকভাবে কখনো সে আবু জার, আবু তালহা, রবিন বা সামিউল নামে পরিচিত ছিল। এ ছাড়া গুলশান হলি আর্টিজান মামলায় গ্রেফতার নব্য জেএমবির শীর্ষ নেতা রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগীও ছিল মুসা। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কাহালু উপজেলার দুর্গাপুরে সোমবার রাত আড়াইটায় পুলিশের টহলভ্যান লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।

পুরান ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত : পুরান ঢাকার কোতোয়ালি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাগর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাঁতীবাজার চিত্রা সিনেমা হলের গলিতে এ ঘটনা ঘটে। ১১টি মামলার আসামি ও চারটি মামলার চার্জশিটে সাগরের নাম থাকলেও তার স্থায়ী ঠিকানা খুঁজে পায়নি পুলিশ। জানতে চাইলে এ সম্পর্কে পুলিশ জানায়, সাগর ডাকাত দলের সদস্য ছিলেন। তিনি ইসলামপুরের এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার একটি ঘটনা ঘটিয়েছিলেন।

সর্বশেষ খবর