বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

উত্তরায় স্কুল ফাঁকি দিলে আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ও তার আশপাশ এলাকায় স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে কেউ ইউনিফর্ম পরে ঘোরাফেরা করলে তাকে আটক করে থানায় নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা। তিনি জানান, উত্তরার বেশ কয়েকটি স্পটে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের ঘোরাঘুরি করতে দেখা যায়। এ বিষয়ে পুলিশ নিবিড় নজরদারি করছে। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিধান ত্রিপুরা বলেন, স্কুল চলাকালীন সময়ে যারা ক্লাস ফাঁকি দেবে তাদের আটক করে থানায়  আনা হবে। পরে তাদের বাবা-মা এবং স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা এলে ছেড়ে দেওয়া হবে। গত ৬ জানুয়ারি স্কুল শিক্ষার্থী আদনান কবিরকে হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরদের গ্যাং কালচার সৃষ্টি সম্পর্কে তিনি বলেন, উত্তরা এলাকার স্কুল-কলেজ ও কোচিং সেন্টারে পড়াশোনা করা অবস্থায় ফেসবুক পেজ খুলে কিছু তরুণ ডিসকো বয়েজ উত্তরা, নাইট স্টার গ্রুপ, সেভেন স্টার গ্রুপ, নাইন এএম বয়েজ উত্তরা, বিগবস ইত্যাদি গ্রুপ তৈরি করে। এসব গ্রুপে উচ্চবিত্ত পরিবারের সন্তান ছাড়াও বস্তি এবং ভাসমান বখাটেরাও সদস্য। যাদের বয়স ১৩-২২ বছর। এরা নিজেদের এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে।

সর্বশেষ খবর