শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান সমাপ্ত ঘোষণা

কারফিউ শিথিল মোতায়েন শুধু পুলিশ

প্রতিদিন ডেস্ক

রাখাইন রাজ্যে সেনা অভিযান সমাপ্ত ঘোষণা করেছে মিয়ানমার সরকার। গত বুধবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সু চির কার্যালয় থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, মিয়ানমারের সেনারা রাখাইনে অভিযান শেষ করেছে। তারা এলাকা ত্যাগ করেছে। এখন পুলিশ ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। খবর : বিবিসি, রয়টার্সের। নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাং তুনের উদ্ধৃতি দিয়ে ওই বিবৃতিতে আরও জানানো হয়, উত্তর রাখাইনের পরিস্থিতি এখন স্থিতিশীল। সেনাবাহিনীর চালানো উচ্ছেদ অভিযান বন্ধ হয়েছে। কারফিউ শিথিল করা হয়েছে। শান্তি রক্ষায় সেখানে কেবল পুলিশ রয়েছে। দমন-পীড়নের ব্যাপারে বিবৃতির এক অংশে উল্লেখ করা হয়, অতিরিক্ত শক্তি প্রয়োগ,  মৌলিক মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের ব্যাপারে কোনো  কৈফিয়ত থাকতে পারে না। কোথাও নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে সরকার ব্যবস্থা নিতে প্রস্তুত, তা প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চার মাস আগে সহিংস অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে এক হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অভিযানকে সম্ভাব্য জাতিগত নিধন ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে বর্ণনা করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনা ও চাপের মধ্যে মিয়ানমার সরকারের কাছ থেকে রাখাইনে সেনা অভিযান শেষ করার এ ঘোষণা এসেছে।

সর্বশেষ খবর