শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাহজালালের ট্রলিতে দুই কেজি সোনা যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকার সোনাসহ মান্নান মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কাস্টমস বলছে, মান্নান পেশায় ড্রাইভার। তিনি দুবাইয়ে গাড়ি চালান। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

কাস্টমস গোয়েন্দা প্রধান ড. মইনুল খান জানান, গতকাল সকালে দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১২২) ঢাকায় আসেন

মান্নান। তিনি ইমিগ্রেশন শেষ করে ১নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার মালামাল তল্লাশির এক পর্যায়ে লাগেজ বহনকারী ‘ট্রলি ট্রে’ এর নিচে লুকানো পাঁচটি সোনার টুকরো পাওয়া যায়। যা অ্যালুমিনিয়াম ফয়েল ও স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বক দিয়ে আটকানো ছিল। পাঁচটি টুকরা খুলে পৌনে ২ কেজি ওজনের ১৫পিস সোনার বার পাওয়া যায়।

সর্বশেষ খবর