শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পোশাক শ্রমিক পীড়ন বন্ধ ও মুক্তি দাবি

বাংলাদেশের ১৩টি দূতাবাসের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পোশাক শ্রমিকদের দমন-পীড়ন বন্ধ করা এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্বের অন্তত ১৩টি শহরে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। গ্লোবাল ইউনিয়ন ফেডারেশনস ইউএনআই এবং ইন্ডাস্ট্রি অল চলতি সপ্তাহে এ কর্মসূচি পালন করেছে।

শ্রমিক অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক শ্রম সংগঠন দুটি সম্প্রতি গ্রেফতার হওয়া শ্রমিক নেতা ও পোশাক শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের (আইএলআরএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয় পোশাক খাত থেকে আসে। এই খাতে শ্রম অধিকার নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এই কর্মসূচি পালন করেছে ইউএনআই ও ইন্ডাস্ট্রি অল। প্রসঙ্গত, মজুরি বৃদ্ধিসহ বেশি কিছু দাবি আদায়ে গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আশুলিয়ার কয়েকটি কারখানার পোশাক শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। আন্দোলন থামাতে ৫৯ কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ। একই সঙ্গে নয়টি মামলা করে কারখানার মালিকেরা ও পুলিশ প্রশাসন।

সর্বশেষ খবর