শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানবববন্ধন করেছে কুমিল্লার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘কুমিল্লা মঞ্চ, ঢাকা’ এর আয়োজনে মানববন্ধনে ঢাকার কুমিল্লার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ‘কুমিল্লা নামে বিভাগ চাই’, ‘ময়নামতি নয় কুমিল্লা’, ‘একটি গ্রামের নামে বিভাগ নয়’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। ‘আমরা কুমিল্লাবাসী কুমিল্লা নামেই বিভাগ চাই’ ব্যানার নিয়ে দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা নামটি অনেক গুরুত্ব বহন করে। সারা বিশ্বেই কুমিল্লা নামটি অতি পরিচিত। ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই, এটাই আমাদের দাবি। অনেক নামি-দামি ও গুণীজন এই কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। নানান দিক দিয়ে বিবেচনা করলেও কুমিল্লা নামের অনেক বেশি পরিচিতি রয়েছে। যারা ময়নামতি নামে বিভাগ চায় তারা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ। কুমিল্লা নামে বিভাগ না হলে এক কোটির বেশি মানুষের সঙ্গে অবিচার করা হবে। কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ই হতে হবে বলে দাবি জানান বক্তারা।

সর্বশেষ খবর