সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

নওগায় দেবরের ছোঁড়া অ্যাসিডে ভাবী দগ্ধ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রতিবেশী দেবরের ছোড়া অ্যাসিডে তাসলিমা (২৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মধ্য চকরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাসলিমা ওই গ্রামের টুটুল হোসেনের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা জানান, বেশ কয়েক মাস আগে পাশের বাড়ির মোহনের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ নেন তিনি। শনিবার বিকালে ঋণের টাকা পরিশোধ করলেও মোহনের দাবি করা সুদ বাবদ আরও কয়েক হাজার টাকা পাবে সে। আর তা দিতে অস্বীকৃতি জানালে মোহন রাতে তার শোবার ঘরে ঢুকে আলমারি ভেঙে কিছু টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তার গায়ে এসিড ছুড়ে মারে। এতে তার হাত ও পায়ের অনেক অংশ পুড়ে যায়। চিৎকার শুনে পাশের লোকজন এসে তাসলিমাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইফতেখারুল ইসলাম জানান, তাসলিমার শরীরের বাম হাত ও দুই পা দগ্ধ হয়েছে। নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার লিমন রায় জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মোহনকে শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর