বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
১২৭ কোটি টাকা আত্মসাৎ

ব্যাংকের জিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দুর্নীতির মাধ্যমে ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (জিএম) নেপাল চন্দ্র সাহা ও মেসার্স সোনালী জুট মিলস্ লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন (বুলবুল)-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুপুরে খুলনার খানজাহান আলী থানায় মামলাটি করেন দুদকের খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন। মামলার অন্য আসামিরা হলেন সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখার সহকারী কর্মকর্তা (গ্রেড-২) কাজী হাবিবুর রহমান, একই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঋণ বিভাগের ইনচার্জ শেখ তৈয়াবুর রহমান ও সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার দেবনাথ। ব্যাংকের সিসি প্লেজ, সিসি হাইপো ও সুদযুক্ত ব্লক ঋণের আওতায় এ পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম নেপাল চন্দ্র সাহা খুলনা করপোরেট শাখায় ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত থাকার সময় দুর্নীতির এ ঘটনা ঘটে।   

দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল হাই জানান, আসামিদের মধ্যে সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার দেবনাথ এরই মধ্যে অবসর গ্রহণ করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর