মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
গার্মেন্টের সাড়ে ৩ কোটি টাকা লুট

ডাকাত দলের প্রধানসহ ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর কালিয়াকৈর নিট প্লাস গার্মেন্টের ভল্ট ভেঙে প্রায় সাড়ে তিন কোটি টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। দুই দিনে খুলনা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, ঢাকা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদস্যদের গ্রেফতার করা হয়।  গতকাল গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত জানাতে র‌্যাবের কারওয়ানবাজার কার্যালয়ে এক ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ৭ জানুয়ারি রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাকের নিট প্লাস গার্মেন্টে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা লুট হয়। ওই ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়। পরবর্তীতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ পাটোয়ারী র‌্যাবের কাছে অভিযোগ করলে ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করা হয়। ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এরা হলো ডাকাত দলের প্রধান মাহবুবুর রহমান ওরফে ফিরোজ মোল্লাহ ওরফে আবদুল খালেক মিয়া (৫১), খলিলুর রহমান রানা ওরফে ফিরোজ (৪০), বেলায়েত হোসেন আকন্দ ওরফে বেলায়েত (৪২), ইকবাল হোসেন রুবেল (৩৭), ফারুক হোসেন বাবুল ওরফে আলম সিকদার (৫০) ও উজ্জল বিশ্বাস (৩৪)। তাদের কাছ থেকে লুট হওয়া তিন কোটি ৪১ লাখ টাকার মধ্যে ১ কোটি ১৭ লাখ টাকা ও ১ হাজার ১০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার হয়েছে ভল্ট ভাঙায় ব্যবহূত দুটি লোহার শাবল, পরিহিত জ্যাকেট, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন,পাঁচ রাউন্ড গুলি, দুটি ছোরা ও একটি চাপাতিসহ অন্যান্য সামগ্রী। গ্রেফতারকৃতদের প্রাথমিক তথ্যের ভিত্তিতে র‌্যাব জানায়, লুটের টাকা দিয়ে ডাকাতরা একটি  ট্রাক, গার্মেন্টস মেশিন ক্রয়, বেনামে জমি ক্রয়, ব্যবসায় বিনিয়োগ,পোস্ট অফিস ও ব্যাংকে নামে বেনামে সঞ্চয়, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কিনেছিল। এসবও জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর