বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কুমিল্লায় দুই দলেই গ্রুপিং

টিম যাবে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল রাতে ধানমন্ডিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক করেছেন সিনিয়র নেতাদের সঙ্গে। বৈঠকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার নানা ইস্যু স্থান পায়। আজ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে কুমিল্লায় যাচ্ছেন  বিভাগীয়সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে দলীয় সভানেত্রীর বার্তা পৌঁছে দেবেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ভবিষ্যতে পদপদবি, ক্ষমতা চাইলে সিটি করপোরেশন নির্বাচনে সব ভেদাভেদ মান-অভিমান ভুলে নারায়ণগঞ্জ সিটির ন্যায় কুমিল্লাতেও নেতারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করুক। দলের একটি সূত্র জানিয়েছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে খোদ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্থানীয় নেতাদের গতিবিধি মনিটরিং করছেন। নিজস্ব লোক, কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, বিভিন্ন সংস্থার মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন। স্থানীয় যে নেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগ প্রার্থী বা নৌকার বিরোধিতা করবে তাদের চিহ্নিত করতে দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দিয়েছেন। কেউ নৌকার বিরোধিতা করলে তাকে সাংগঠনিকভাবে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও জানা গেছে। তবে নারায়ণগঞ্জের মতোই সব মান-অভিমান ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কুমিল্লাতে কাজ করবে বলে মনে করেন দলের হাইকমান্ড। জানা গেছে, স্থানীয় রাজনীতি ও সিটিতে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তি ইমেজ রয়েছে। এর আগে তিনি কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। নারায়ণগঞ্জের আইভীর মতো গণমানুষের মধ্যে ক্লিন ইমেজ থাকায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন সীমা। অন্যদিকে টানা ক্ষমতায় থাকার কারণে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অনেক পত্রিকায় নানা সংবাদ প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশনেও আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় টিম যাবে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের টিম ঠিক মতো কাজ করছে কিনা তা দেখভাল করা হবে। এ ছাড়াও ইতিমধ্যে ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠন কেন্দ্রীয়ভাবেও টিম গঠনের প্রস্তুতি শুরু করেছে। স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ভাইয়ের জন্য নয়, নৌকার জন্য আওয়ামী লীগের প্রার্থীর জন্য কাজ করতে হবে। অন্যদিকে বিএনপিও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তত্পরতা শুরু করেছে। কেন্দ্রীয় নেতারা নিজেদের মতো করে হিসাব-নিকাশ শুরু করেছেন। নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও টিম গঠন করে কাজ করবে বিএনপি। দলের চেয়ারপারসন কার্যালয় থেকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর