বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান

এবার মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে নাহিদা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। গত শনিবার বিকালে এ নিষ্ঠুর ঘটনা ঘটলেও হামলাকারীদের ভয়ে ঘটনাটি প্রকাশ হয় সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ও ফকিরজুম  পাড়ার মো. হোছাইনের মেয়ে নাহিদা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়েছিল হোয়ানক পূর্ব হরিয়ারছড়া এলাকার মৌ. লোকমান হাকিমের ছেলে বখাটে জাহেদুল ইসলাম। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে মেয়ের বাড়িতে গিয়ে অতর্কিতে নাহিদাকে কিরিচ দিয়ে কোপাতে থাকে ওই বখাটে। নাহিদার শরীরে ১০ থেকে ১২টি কিরিচের কোপ লাগে। মুখে ও কপালে দুটি আশঙ্কাজনক কোপ লাগে। আহত নাহিদাকে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। বর্তমানে নাহিদা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সোলতান আহামদ সিরাজী জানান, নাহিদার মুখের ও কপালের কোপ অত্যন্ত মারাত্মক। তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।  ঘটনাটি শনিবার ঘটলেও বখাটে ও তার পরিবারের ভয়ে আসল রহস্য জানায়নি মেয়েটির পরিবার। একপর্যায়ে স্থানীয়রা মেয়েটির পাশে দাঁড়ালে ঘটনাটি জানায় মেয়েটির পরিবার। এদিকে বখাটের হামলায় ছাত্রী আহত হওয়ার  খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে সারা দেশে তা নিয়ে আলোচনা চলছে। ঘটনাটি সিলেটের আলোচিত খাদিজা হামলার চেয়ে কম নয় বলে মনে করছে সবমহল। তাই বখাটে জাহেদুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সাধারণ মানুষ। গুরুতর আহত ছাত্রী নাহিদা আক্তারের পিতা মো. হোছাইন জানান, তার মেয়েকে প্রায়ই বখাটে জাহেদুল বিরক্ত করত। তিনি বিভিন্ন লোক মাধ্যমে তার মেয়েকে বিরক্ত না করার জন্য বখাটে ও তার পরিবারকে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে উল্টো তার মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে গতকাল সকালে মহেশখালী থানায় মামলা দায়ের করেছেন। হামলাকারী জাহেদুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর